AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় ৩ কো‌টির বেশি টাকা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
০৭:০৪ পিএম, ১৪ জুন, ২০২৪
২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় ৩ কো‌টির বেশি টাকা

ঈদ‌কে কেন্দ্র ক‌রে মহাসড়‌কে প‌রিবহ‌নের সংখ‌্যা বৃ‌দ্ধি পে‌য়ে‌ছে কয়েকগুণ। এতে গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদায় হয়েছে ৩ কো‌টির বেশি টাকা।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূ‌ত্রে জানা যায়, বুধবা‌র (১২ জুন) রাত ১২টার পর থেকে বৃহস্প‌তিবার (১৩ জুন) রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দি‌য়ে ৪০ হাজার ৯০৬‌টি প‌রিবহন পারাপার হ‌য়ে‌ছে। এতে সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছে ৩ কো‌টি ২১ লাখ ৯৭ হাজার ৩০০ টাকা।

সেতু‌তে পারাপার হওয়া প‌রিবহ‌নের ম‌ধ্যে যাত্রী বাসের সংখ‌্যা ছিল ৮ হাজার ৮৪৮, ট্রাক ১২ হাজার ১৮০, ছোট-বড় প‌রিবহন ১৪ হাজার ৮ ‍টি ও মোটরসাইকেল ৫ হাজার ৭৯৭‌টি।

টোল বি‌শ্লেষ‌ণে দেখা গে‌ছে, সেতু পূর্ব টোলপ্লাজা অতিক্রম করা উত্তরবঙ্গগামী প‌রিবহ‌নের সংখ‌্যা বে‌শি হ‌লেও টোল আদায় কম হয়েছে। আবার সেতুর প‌শ্চিম টোলপ্লাজা অতিক্রম করা ঢাকাগামী প‌রিবহ‌নের সংখ‌্যা কম থাক‌লেও ‌টোল আদায় বে‌শি। এতে দেখা গে‌ছে পূর্ব টোলপ্লাজা অতিক্রম ক‌রে‌ছে ২২ হাজার ৬৪৫‌টি প‌রিবহন। এর বিপরী‌তে টোল আদায় হ‌য়ে‌ছে ১ কো‌টি ৫৮ লাখ ৮১ হাজার ৪০০ টাকা। আবার সেতুর প‌শ্চিম টোলপ্লাজায় অতিক্রম ক‌রে‌ছে ১৮ হাজার ২৬১‌টি প‌রিবহন। এতে টোল আদায় হ‌য়ে‌ছে ১ কো‌টি ৬৩ লাখ ১৫ হাজার ৯০০টাকা।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ঈদে কর্মস্থল ছুটি হওয়ার কারণে মহাসড়‌কে যানবাহনের সংখ‌্যা বৃদ্ধি পাচ্ছে। এতে টোল আদায় বাড়‌ছে সেতু‌তে।

একুশে সংবাদ/সম.টি./ এসএডি

 

Link copied!