AB Bank
ঢাকা শনিবার, ১৫ জুন, ২০২৪, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

লক্ষ্মীপুরে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী নিহত


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
০৮:৩৫ পিএম, ১১ জুন, ২০২৪
লক্ষ্মীপুরে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী নিহত

লক্ষ্মীপুর জেলায় চলন্ত ডাম্প ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী মো. হাবিবুল্লাহ (৫৭) নামে এক ব্যক্তির নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ জুন) বিকেল ৫টার দিকে জেলা শহরের মাদাম জিরো পয়েন্ট এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান হাবিবুল্লাহ।

মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করছেন, শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম।

নিহত হাবিবুল্লাহ বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে। তিনি লক্ষ্মীপুর শহরের হ্যাপী সিনেমা হল এলাকায় অ্যাডভোকেট আবুল বাশারের বাসায় স্ত্রী সন্তানদের নিয়ে ভাড়া থাকতেন। এছাড়াও তিনি সুন্দরবন কুরিয়া সার্ভিসের নৈশপ্রহরী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাবিবুল্লাহ তার বাসা থেকে বাইসাইকেল যোগে মাদাম জিরো পয়েন্ট ছোট মসজিদে আছরের নামাজ পড়তে আসেন। সাইকেল নিয়ে মসজিদের সামনে পৌঁছালে মজুচৌধুরী হাট থেকে ছেড়ে আসা একটি ডাম্প ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই হাবিবুল্লাহর নিহত হন। এতে তার মাথা থেঁতলে যায়। চালক ও ডাম্প ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে।

শহর পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) জহিরুল ইসলাম বলেন, মৃত ব্যক্তির লাশ উদ্ধারের কার্যক্রম চলছে। চালক ও ডাম্প ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে।

 

একুশে সংবাদ/এক.টি/সা.আ

Link copied!