মাদরাসা শিক্ষক পরিষদ, নালিতাবাড়ীর ৩০ সদস্য বিশিষ্ঠ পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
গত মঙ্গলবার (৪ জুন) কনিকা একাডেমিতে সমিতির সদস্যদে উপস্থিতিতে আহবায়ক কমিটি ভেঙ্গে দিয়ে একাধিক প্রার্থী না থাকায় কমিটি ঘোষনা করা হয়। গুজাকুড়া দাখিল মাদরাসা সহকারী শিক্ষক (ইংরেজি) সাইয়েদ কুতুবকে সভাপতি ও তারাগঞ্জ ফাজিল মাদরাসা সহকারী মৌলবী আবু হানিফকে সাধারন সম্পাদক করে ৩০ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।
কমিটিতে সহসভাপতি বাকি বিল্লা, তাহেরুল ইসলাম, মাহমুদুল হাসান, শামিমা আক্তার, আব্দুল হান্নান, জাহাঙ্গির আলম জুয়েল যুগ্ন সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম, আব্দুল মোতালেব, লতফর রহমান লিটন ও মোস্তাফিজুর রহমান রাসেল।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক হাদিউল ইসলাম, সহ সংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল আলিম, সহ দপ্তর সম্পাদক আবু সালেহ, অর্থ সম্পাদক আজহারুল ইসলাম, প্রচার সম্পাদক এরশাদ আলী, সহ প্রাচার সম্পাদক এনামূল হক, সাহিত্য সম্পাদক ময়েন উদ্দিন আলম, ক্রীড়া সম্পাদক আলমগীর হাসান নিপু, প্রকাশনা সম্পাদক মোশারফ হোসেন, গণশিক্ষা বিষয়ক নূর উদ্দিন, তথ্য ও যোগাযোগ আবু নাসের, ধর্ম ও সংস্কৃতি আজিজুল হক।
কার্যকরি সদস্য ফারুক হোসাইন, হানিফ উদ্দিন, জিয়াউল হক, আশরাফুল ইসলাম ও দেলোয়ার হোসেন। উপজেলার বিভিন্ন মাদরাসার প্রায় তিনশ শিক্ষক সমিতির সদস্য রয়েছে।
একুশে সংবাদ/বিএইচ