সপ্তাহখানেক ধরে তাপপ্রবাহ চলছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই তীব্র গরম থেকে রক্ষা পেতে বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদে বৃষ্টি জন্য ইসতিসকার নামাজ আদায় করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫এপ্রিল) সকাল ৬টার দিকে বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদে ইসতিসকার নামাজ আদায় করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সলাতুল ইসতিসকার আদায় করার জন্য বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদে নানা বয়সী প্রায় কয়েকশ মুসল্লি নামাজে অংশগ্রহণ করেন।
নামাজে ইমামতি করেন বোয়ালমারী জামে মসজিদের পেশ ইমাম মো: আবুল হুসাইন।
নামাজ শেষে বৃষ্টির আশায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে বৃষ্টি প্রত্যাশায় মুসল্লিরা কান্নায় ভেঙ্গে পড়েন।
নামাজের পরে পেশ ইমাম মো: আবুল হুসাইন বলেন, আমরা যে পরিস্থিতিতেই থাকি না কেন মালিকের কাছে প্রার্থনা করতে হবে। তিনি যেন রহমত বর্ষণ করেন। এজন্য আমরা আল্লাহর কাছে দয়া ভিক্ষা চাইছি।
নামাজ ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মো: আবুল হুসাইন।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

