AB Bank
ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চরমানিকা ইউপিতে জেলেদের মাঝে চাল বিতরণ


Ekushey Sangbad
চরফ্যাশন উপজেলা প্রতিনিধি, ভোলা
০২:১৮ পিএম, ২৩ এপ্রিল, ২০২৪
চরমানিকা ইউপিতে জেলেদের মাঝে চাল বিতরণ

ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নে ১৯৫০ জন নিবন্ধিত জেলেদের মাঝে মৎস্য ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে। এতে প্রত্যেক জেলে জন প্রতি ৪০ কেজি করে চাল পেয়েছেন। 

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১১টা থেকে উপজেলার চরমানিকা ইউনিয়ন পরিষদ ভবনের নিচ তলায় এ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। 

চাল বিতরণ কাজের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন রাসেল। 

মার্চ-এপ্রিল দু‍‍`মাস মেঘনা নদীতে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।

এর ধারাবাহিকতায় চরমানিকা ইউনিয়নে সামুদ্রিক মৎস্য আহরণ থেকে বিরত থাকা জেলেদের মাঝে জন প্রতি ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

জেলে মো.ইলিয়াস, কাশেম, কাঞ্চন মাঝি বলেন, আমরা ৪০ কেজি করে চাল পেয়েছি । এখন আমরা এ চাল দিয়ে পরিবার পরিজন নিয়ে তিন বেলা খেয়ে দেয়ে বাঁচতে পারবো।

চাল পেয়ে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করে জেলে বেলয়াত মাঝি বলেন, আল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন আবার প্রধানমন্ত্রী হন। আল্লাহ যেন হ্যার হায়াত বাড়াইয়া দেয়। আমি এই চাল দিয়া বউ মাইয়া পোলা ও মায়েরে নিয়া তিন বেলা খাইতে পারবো।

চাল বিতরণ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন- চরফ্যাশন বনবিভাগের প্রতিনিধি ( ট্যাগ অফিসার) নুর মোহাম্মদ, ইউপি সচিব মো. আতাউর রহমান, ও ইউপি সদস্যরা।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!