AB Bank
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পঞ্চগড়ে সেনাবাহিনীর নামে রেলের টিকিট কালোবাজারির অভিযোগে যুবক আটক


Ekushey Sangbad
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়
০৯:৩৯ পিএম, ৭ মার্চ, ২০২৪
পঞ্চগড়ে সেনাবাহিনীর নামে রেলের টিকিট কালোবাজারির অভিযোগে যুবক আটক

পঞ্চগড়ে সেবাহিনীর নামে রেলের টিকিট কালোবাজারি অভিযোগে আব্দুস সুবহান (২৫) নামে এক যুবককে আটক করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে তাকে গ্রেফতার করে নিয়ে যায় দিনাজপুর রেলওয়ে থানা পুলিশ। এর আগে সকালে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে তাকে আটক করা হয়।

স্টেশন সূত্রে জানা গেছে, গোপন সংবাদ ছিল স্টেশন থেকে বড় অংকের টিকিট কালোবাজারি হচ্ছে। সেই খবরের ভিত্তিতে গত ৪ দিন ধরে বিভিন্ন কৌশল অবলম্বন করে স্টেশন মাস্টার মাসুদ পারভেজসহ পঞ্চগড় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ও রেলওয়ে পুলিশ। এর মাঝে সকালে সুবহান নৌবাহিনীতে চাকুরিতে থাকা সাজেদুল রহমান নামে ফুফাতো এক ভাইয়ের কথা বলে একটি ভুয়া ওয়ারেন্টে ৪২টি আসনের টিকিট নিতে আসে। এর মাঝে ওয়ারেন্ট অসম্পূর্ণ থাকায় স্টেশন মাস্টারকে অবগত করা হয়। পরে স্টেশন মাস্টারের সহায়তায় আরএনবি কর্মীদের হাতে তুলে দেয়া হয়।

স্টেশন মাস্টার মাসুদ পারভেজ বলেন, আমার স্টেশনের বুকিং সহকারী রেজাউন সিদ্দিক তাকে শনাক্ত করে আমাকে বিষয়টি অবগত করে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এর সাথে একটি বড় চক্র রয়েছে। আমরা বিষয়টি বিস্তারিত জানার জন্য আরএনবি বাহিনীর হাতে হস্তান্তর করে রেলওয়ে পুলিশকে অবগত করেছি। তার হেফাযতে থাকা সেনাবাহিনীর ওয়ারেন্টসট বেশ কিছু ডকুমেন্ট জব্দ করা হয়েছে। রেলওয়ে পুলিশকে খবর দেয়া হলে তারা এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।

তিনি আরো বলে, সেনাবাহিনীর নামের এই নথিতে আসন সংখ্যা উল্লেখ ছিল না। অপরদিকে ঢাকা সেনানিবাস থেকে একই দিনের ইস্যু করা নথি সকাল সকাল পঞ্চগড়ে আসা সম্ভব না বলেও জানান তিনি।

পঞ্চগড় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) উপ-পরিদর্শক মাহিদুল ইসলাম মাহিদ বলেন, আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি। প্রাথমিকভাবে জানা গেছে সে কালোবাজারির সাথে জড়িত। আজ সে কালোবাজারি করে টিকিট সংগ্রহ করতে আসলে স্টেশন কর্তৃপক্ষের সহায়তায় আরএনবি‍‍`র হাবিলদারসহ তিনজন মিলে তাকে হেফাযতে নেয়। পরে রেলওয়ে দিনাজপুর পুলিশ আসলে তাকে তুলে দেয়া হয়।

দিনাজপুর রেলওয়ে থানা পুলিশের এসআই জেসমিন আক্তার বলেন, খবর পেয়ে পঞ্চগড় স্টেশনে এসে তাকে গ্রেফতার করেছি। একই সাথে তার কাছে থাকা কিছু ডকুমেন্ট জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রতারণা ও টিকিট জালিয়াতির মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আটক আব্দুস সুবহান ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার গড়িয়ালী গ্রামের গোলাম মোস্তফার ছেলে।


একুশে সংবাদ/ড.ব.প্র/জাহা

Link copied!