AB Bank
ঢাকা শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪, ৩০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

শ্রীমঙ্গলে এম এস বি ইসলামিক সেন্টারের অভিভাবক সমাবেশ ও বার্ষিক পুরস্কার বিতরণ


শ্রীমঙ্গলে এম এস বি ইসলামিক সেন্টারের অভিভাবক সমাবেশ ও বার্ষিক পুরস্কার বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরতলীর দক্ষিণ মুসলিমবাগ আবাসিক এলাকায় অবস্থিত এম এস বি ইসলামিক সেন্টারের উদ্যোগে অভিভাবক সমাবেশ, পরীক্ষার ফলাফল প্রকাশ ও বার্ষিক পুরস্কার বিতরণ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মার্চ) সকাল সাড়ে ১১টায় এমএসবি সেন্টার প্রাঙ্গনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এম এসবি ইসলামিক সেন্টারের প্রিন্সিপাল হাফেজ শুয়াইবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকান মৌলভীবাজার জেলা প্রতিবেদক ইসমাইল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির) এবং ঢাকাসস্থ আশুলিয়া

জামিয়াতু আমিন মোহাম্মদ আল ইসলামিয়া মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা রবিউল ইসলাম।প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা শাহ আলম, হাফেজ মাওলানা ইমরান আহমদ।

পুরস্কার বিতরণ শেষে এম এস বি ইসলামিক সেন্টারের প্রতিষ্ঠাতা এবং এম এস বি ফাউন্ডেশন এর চেয়ারম্যান মরহুম আলহাজ্ব শামছুর রহমান শাহনুর চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন সাংবাদিক ও লেখক এহসান বিন মুজাহির।

অনুষ্ঠানে অভিভাবক, এমএসবি ইসলামিক সেন্টারের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানে নূরানী ও হিফজ বিভাগের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের  হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

প্রসঙ্গত, প্রতিষ্ঠানটি ২০০৪ সালে প্রতিষ্ঠালাভ করে এলাকায় দ্বীন শিক্ষার আলো বিস্তারে বিশাল ভূমিকা রেখে চলেছে।

একুশে সংবাদ/এস কে

Link copied!