কিশোরগঞ্জের হোসেনপুরে জুয়া খেলার সময় ৫ জুয়ারী কে গ্রেফতার করেছে হোসেনপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন হোসেনপুর থানার গোবিন্দপুর এলাকার আবু বক্কর এর ছেলে দ্বীন ইসলাম (৩২), ফজলুল হকের ছেলে মোহাম্মদ আনিস মিয়া (৪৫), মোঃ আবু বক্কর এর ছেলে মোঃ আকরাম (২৭), মোহাম্মদ বদরুল হক এর ছেলে মোঃ রাজিব(২৮), মোঃ আব্দুর রহিমের ছেলে মাজহারুল (৩৫)।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৫ ফেব্রুয়ারি) রাত প্রায় সাড়ে বারোটার দিকে এস আই সৈয়দ আ: ছাত্তার, এস আই বিজয় হোসেন বঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় হোসেনপুর থানাধীন গোবিন্দপুর ইউনিয়নের মধ্য গোবিন্দপুর গ্রামের আনিস মিয়ার নির্মাণাধীন ঘরে জুয়া খেলার সময় এক অভিযান পরিচালনা করে উক্ত জুয়ারীদের কে জুয়া খেলার সরঞ্জামাদি সহ তাদের কে গ্রেফতার করেছে।
হোসেনপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে সংবাদ মাধ্যম কে জানান, গ্রেফতারকৃত জুয়ারীদের বিরুদ্ধে ১৮৬৭ সনের প্রকাশ্যে জুয়া খেলা আইনের ৪ ধারায় মামলা রুজু করে আসামিদের কে আজ দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ