AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজীবপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও পথসভা



রাজীবপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও পথসভা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের রাজীবপুরে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা যুবদলের আহ্বায়ক রোস্তম মাহমুদ লিখনের নেতৃত্বে উপজেলা বিএনপির কার্যালয় থেকে র‌্যালিটি শুরু হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজীবপুর থানা মোড় চত্বরে এসে এক পথসভায় মিলিত হয়।

র‌্যালিতে উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে র‌্যালিকে প্রাণবন্ত করে তোলেন।

পথসভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তারা বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।

বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠার পর থেকেই যুবদল জনগণের অধিকার রক্ষার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগামী দিনেও গণতান্ত্রিক আদর্শে ঐক্যবদ্ধ থেকে আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!