ঢাকার ধামরাইয়ে ৯৮০ গ্রাম হেরোইনসহ মো. সাদ্দাম হোসেন (২২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র্যাব-৪ সিপিসি-২–এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান।
এর আগে, ২৪ ফেব্রুয়ারি ধামরাইয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মো. সাদ্দাম হোসেন পঞ্চগড়ের বাসিন্দা।
বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব জানায়, গ্রেপ্তার তরুণ বেশ কিছু দিন ধরেই দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করছিলো। শনিবার রাতে ধামরাইয়ে অভিযান চালিয়ে ৯৮০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়।
র্যাব-৪ সিপিসি-২–এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
একুশে সংবাদ/এস কে