AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তেভাগা আন্দোলনের নেত্রী ইলামিত্র স্মৃতি সংগ্রহশালা উদ্বোধন করলেন মন্ত্রীপরিষদ সচিব


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
০৬:৪১ পিএম, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪

তেভাগা আন্দোলনের নেত্রী ইলামিত্র স্মৃতি সংগ্রহশালা উদ্বোধন করলেন মন্ত্রীপরিষদ সচিব

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তেভাগা আন্দোলনের নেত্রী ইলামিত্র স্মৃতি সংগ্রহশালা উদ্বোধন করেছেন মন্ত্রীপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। জমিদার বংশের বউ হয়েও কৃষকদের উপর নির্যাতন জুলুমের প্রতিবাদে তাদেরকে সংগঠিত করে আন্দোলন—সংগ্রামের মাধ্যমে ইতিহাতের অংশ হয়েছিলেন তেভাগা আন্দোলনের নেত্রী ইলামিত্র। এবার সেই মহীয়সী নারী ইলামিত্রের সংগ্রাম আন্দোলনের ইতিহাত ও স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের কেন্দুয়া গ্রামে নির্মিত মাটির বাড়িতে ইলামিত্র স্মৃতি সংগ্রহশালার উদ্বোধন করেন মন্ত্রীপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

ফিতা কেটে ও ফলক উন্মোচন করে ইলামিত্র স্মৃতি সংগ্রহশালার উদ্বোধন করেন তিনি। পরে মাটির তৈরি দ্বিতল ভবনের সংগ্রহশালা ঘুরে দেখেন মো. মাহবুব হোসেন। এসময় তিনি বলেন, এই সংগ্রহশালাকে ঘিরে রয়েছে বড় পরিকল্পনা। এখানে মহীয়সী নারী ইলামিত্রের বিভিন্ন ইতিহাস সংগ্রামের গল্পের সংগ্রহ থাকবে, যা ইতিহাস প্রেমীদের জন্য সহায়ক হবে। এছাড়াও থাকবে বিনোদনের বিভিন্ন ব্যবস্থা।

উদ্বোধনের সময় স্থানীয় ক্ষুদ্র নৃ—গোষ্ঠীর মানুষ মন্ত্রীপরিষদ সচিবকে আদিবাসী নৃত্য দিয়ে স্বাগত জানায়। এসময় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহা. হুমায়ন কবির, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন, স্থানীয় সরকার শাখার উপ—পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব—উল—ইসলামসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। এর আগে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন মন্ত্রীপরিষদ সচিব মো. মাহবুব হোসেন ।


একুশে সংবাদ/আ.ও.প্র/জাহা
 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!