AB Bank
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জীবননগরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার


Ekushey Sangbad
জীবননগর, চুয়াডাঙ্গা প্রতিনিধি
১১:৪৮ এএম, ১১ ফেব্রুয়ারি, ২০২৪
জীবননগরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ জন সদস্যকে গ্রেফতার করেছে। এ সময়  চোরের দখলে থাকা দু‍‍`টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশ জানায়, শুক্রবার সকাল পৌনে ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারেন জীবননগর পৌর শহরের হাসপাতাল পাড়ার অনিক হোসেনের বাড়ির সামনে থেকে একটি এ্যাপাচি মোটরসাইকেল চুরি করে নিয়ে যাচ্ছে চোর চক্রের দু‍‍` সদস্য। 

গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানা পুলিশের পরিদর্শক এস.এম. জাবীদ হাসানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু সাঈদ ও উপ-পরিদর্শক মো. ফিরোজ হোসেনসহ সঙ্গীয় ফোর্স দ্রুত সেখানে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর চক্রের সদস্যরা এ্যাপাচি মোটরসাইকেলটি ফেলে রেখে নিজেদের মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টা করে। 

এ সময় পুলিশ সদস্যরা ধাওয়া করে একটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ওই দু‍‍`জনকে গ্রেফতার করেন। 

গ্রেফতারকৃত হলো- পার্শ্ববর্তী মহেশপুর উপজেলার সড়াতলা গ্রামের ফরহাদ হোসেনের ছেলে সাকিব আহম্মেদ খান ওরফে শান্ত (২০) এবং একই উপজেলার বজ্রাপুর গ্রামের আলম হোসেনের ছেলে শাকিল হোসেন (২৬)। পরে পুলিশ গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য মতে ওই উপজেলার খাঁপুরন্দপুর গ্রামে অভিযান চালায়। 

এ সময় পুলিশ ওই গ্রামের মৃত আয়নাল সর্দ্দারের ছেলে চোর চক্রের সদস্য ফারুক হোসেনকে (৩৫) গ্রেফতার করেন এবং তার দখলে থাকা একটি কালো রঙের ডিসকভারি মোটরসাইকেল উদ্ধার করেন। এরপর পুলিশ সদস্যরা ফরিদপুর জেলার মালাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে শশুর বাড়িতে অবস্থানরত মহেশপুর উপজেলার তৈলটুপি গ্রামের হাসেম মিয়ার ছেলে  চোর চক্রের সদস্য মেহেদী হাসান ওরফে লিপুকে (৩২) গ্রেফতার করেন। 

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জীবননগর থানার মামলা হয়েছে। গতকাল শনিবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। 

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. জাবীদ হাসান জানান, চোর চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!