AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু


Ekushey Sangbad
মুহাম্মদ আল-হেলাল
১২:১৪ পিএম, ৩০ জানুয়ারি, ২০২৪
শেরপুরে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জের তাওয়াকুচা বিটের গহীণ জঙ্গলে বন্যহাতির আক্রমণে নুর ইসলাম(৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষক উপজেলার কাংশা ইউনিয়নের গুরুচরণ দুধনই এলাকার মৃত শাহারু শেখের ছেলে এবং ৩ছেলে ৩মেয়ের জনক।

নিহতের পরিবার ও স্থানীয় বনবিভাগ সুত্রে জানা গেছে, প্রতিদিনের মতো নুর ইসলাম ২৯জানুয়ারি সোমবার সকাল ১১টার দিকে সে তার গরু নিয়ে পাহাড়ে যায় ঘাস খাওয়ানোর জন্যে। দিন শেষে সন্ধ্যায় গরুগুলো একাই বাড়িতে ফিরলেও নুর ইসলাম না ফেরায় পরিবারের লোকজন চিন্তায় পড়ে যায়। পরে এলাকাবাসী ও পরিবারের লোকজন সন্ধ্যার পর পাহাড়ের সম্ভাব্য জায়গাগুলোতে খোঁজাখুজির এক পর্যায়ে রাত ৯টার দিকে নুর ইসলামকে ক্ষত-বিক্ষত ও মৃত অবস্থায় পেয়ে উদ্ধার করে।

খবর পেয়ে রাতেই স্থানীয়  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. মকরুল ইসলাম আকন্দ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহম্মেদ বাদল সহ অন্যান্যরা নিহতের লাশ দেখতে যায়। এলাকাবাসী, পুলিশ ও  বনবিভাগের ধারণা বন্যহাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া নিহতের লাশ দাফন কাফনের জন্যে নগদ ৫হাজার টাকা প্রদান করেন। 

কৃষক নুর ইসলামের এহেন মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে। 

একুশে সংবাদ/এস কে 


 

Link copied!