নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে অজ্ঞান পার্টির কবলে পড়ে ওমর ফারুক খান (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ওমর ফারুক নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত আহমেদ খানের ছেলে।
বুধবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে মেডিসিন ভবনের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে মারা যান তিনি।
নিহতের ভাই রফিকুল বলেন, আমার ভাইয়ের কাঁচপুর বাজারে ইলেকট্রনিক্সের দোকান রয়েছে। বিকেলের দিকে বাসে বাসায় যাচ্ছিল।
এমন সময় বাসে কৌশলে তাঁকে কিছু খাইয়ে অচেতন করে রাস্তায় ফেলে যায়। পরে সেখান থেকে পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। আমরা সংবাদ পেয়ে ঢাকা মেডিকেলে এসে আমার ভাইকে খুঁজে পাই। সেখানে মেডিসিন ভবনের ৭০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে মারা যান তিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে ব্যবসায়ী ওমর ফারুকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

