AB Bank
ঢাকা বুধবার, ০১ মে, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদারগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী বেলালসহ একাধিক প্রার্থী


Ekushey Sangbad
সাইফুল, মাদারগঞ্জ, জামালপুর
০৭:২৭ পিএম, ২১ জানুয়ারি, ২০২৪
মাদারগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী বেলালসহ একাধিক প্রার্থী

জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই দোরগোড়ায় টোকা দিচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। দেশে উপজেলা পরিষদ নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা আছে আগামী মার্চ মাসে। এজন্য আগামী সপ্তাহে তফসিল ঘোষণা হওয়ার কথা জানা জানা গেছে।

নির্বাচন কমিশনের এমন ঘোষণার পর নড়েচড়ে বসেছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী একাধিক প্রার্থী। তাই নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝেও কৌতুহল সৃষ্টি হয়েছে।

মাদারগঞ্জ উপজেলায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আলোচনায় আছেন ওবায়দুর রহমান বেলালসহ একাধিক প্রার্থী। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হয়ে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন: জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ্ আল আমিন চান, সদস্য আলহাজ্ব দৌলুতুজ্জামান দুলাল, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের টানা তিনবারের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাদল ও রায়হান রহমতুল্লাহ্ রিমু। মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের পক্ষে অনলাইন সোশ্যাল মিডিয়া ফেসবুকে প্রচারণার ঝড় উঠেছে একাধিক প্রার্থীর।

জানা গেছে, আসন্ন মাদারগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চান একাধিক প্রার্থী। তাদের পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত মো. ওবায়দুর রহমান বেলাল আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী।  ইতোমধ্যে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ভোটারদের মাঝে শক্ত অবস্থান তৈরি করেছেন আদর্শবান এই নেতা। দীর্ঘদিন যাবত এলাকায় সামাজিক উন্নয়ন মূলক কর্মকাণ্ড, দলীয় কার্যক্রমসহ সালিশি বৈঠকের মাধ্যমে ঝগড়া-বিবাদ নিস্পত্তি করে  আসছেন তিনি। এছাড়া আচরণগত ভদ্রতা ও নম্রতার কারণে তিনি সব শ্রেণী পেশার মানুষের কাছে সমান জনপ্রিয়। 

আগামী উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. ওবায়দুর রহমান বলেন, প্রার্থী যেই হোক - নৌকা আমার প্রতীক। মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ্ আল আমিন চান বলেন, আমি দির্ঘদিন যাবত আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আশা রাখি এবার আমাকে মনোনয়ন দিবে। একই কথা বলেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী একাধিক প্রার্থী। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!