AB Bank
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুপারিভর্তি পিকআপে মিলল ৬৫ কেজি গাঁজা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,রাজশাহী
০৬:৩০ পিএম, ১৩ জানুয়ারি, ২০২৪
সুপারিভর্তি পিকআপে মিলল ৬৫ কেজি গাঁজা

রাজশাহীর পুঠিয়ায় সুপারিবাহী পিকআপভ্যান থেকে ৬৫ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় মোস্তাক নামে এক যুবককে আটক করা হয় এবং পিকআপভ্যানটিকে হেফাজতে নেয়া হয়।

শনিবার (১৩ জানুয়ারি) ভোরে রাজশাহী-নাটোর মহাসড়কের শিবপুরে অভিযান চালিয়ে ওই গাঁজা জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক (গোয়েন্দা) জিললুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পিকআপভ্যানে কুড়িগ্রাম থেকে ৩৫ বস্তা সুপারি নিয়ে রাজশাহীর বানেশ্বরের উদ্দেশ্যে রওয়ানা হন মোস্তাক। তিনি সুপারির আড়ালে গাঁজার চালান নিয়ে আসছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা পুঠিয়ার শিবপুরে অবস্থান নেয়। ঘটনাস্থলে ট্রাকটি পৌঁছালে তল্লাশি করে ৬৫ কেজি গাঁজাসহ আটক করা হয় মোস্তাককে।

মোস্তাক চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি ভারত থেকে গাঁজা সংগ্রহ করে বানেশ্বর হয়ে পাবনা যাচ্ছিলেন। এর আগেও তিনি কুষ্টিয়ায় গাঁজা পরিবহনের সময় আটক হয়েছিলেন। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

এর আগে গত ডিসেম্বর ও চলতি মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রাজশাহী অঞ্চলে অভিযান চালিয়ে ৩৭০ কেজি গাঁজা উদ্ধার করে।


একুশে সংবাদ/স.ট.প্র/জাহা

Link copied!