AB Bank
ঢাকা শুক্রবার, ১৭ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সন্ত্রাসীদের অর্তকিত ব্রাশ ফায়ারে খাগড়াছড়িতে দুইজন গুলিবিদ্ধ


Ekushey Sangbad
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি
০৩:৫৬ পিএম, ৩০ ডিসেম্বর, ২০২৩
সন্ত্রাসীদের অর্তকিত ব্রাশ ফায়ারে খাগড়াছড়িতে দুইজন গুলিবিদ্ধ

খাগড়াছড়ির পানছড়িতে সীমান্ত সড়কের কাজে নিয়োজিত শ্রমিকের উপর সন্ত্রাসীদের অর্তকিত  ব্রাশ ফায়ারে দুইজন মারাত্মক ভাবে গুলিবিদ্ধ হয়েছেন। 

শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হারুবিল নামক এলাকায় এ সন্ত্রাসী ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দু’জন হলেন, আব্দুল রশিদ (৩৭) পিতা আবুল হাশেম, ও আঙ্গুর মিয়া (৩৪) পিতা মধু শাহ’

দু‍‍`জনের বাড়ি পানছড়ি উপজেলার দমদম  এবং মধ্যনগর এলাকায়।

খবর পেয়ে লোগাং জোনের (৩-বিজিবি) সদস্যরা আহতদের উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

স্হানীয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন সীমান্ত সড়কের কাজ শেষ করে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে দু’জন বাড়ি ফিরছিলেন। সন্ধ্যায় হারুবিল এলাকায় পৌঁছালে চলন্ত মোটরসাইকেল লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালালে তারা দুইজন গুলিবিদ্ধ হয়ে সড়কে পড়ে যায়। এসময় মোটরসাইকেলের চালক রমজান আলী আত্মরক্ষার্থে পালিয়ে যান। 

খাগড়াছড়ি সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রিপল বাপ্পি চাকমা জানান, শুক্রবার আনুমানিক রাত সাড়ে নয়টার দিকে পানছড়ি থেকে গুলিবিদ্ধ দুজনকে আনা হয়।একজনের মাথায় ও অন্যজনের হাত ও পায়ে গুলি লেগেছে, তাদের দুজনের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। 

এঘটনায় পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)কে দায়ী করা হলেও অভিযোগ অস্বীকার করে সংগঠনটির মুখপাত্র হিরেন চাকমার পাঠানো গনমাধ্যমে এক বিঞ্জপ্তিতে দাবী করা হয় চলমান আন্দোলন কর্মসূচি বানচাল করতে বিভ্রান্ত মূলক তথ্য ছড়িয়ে ভীতিকর পরিবেশ তৈরির পায়তারা করছে।

 পানছড়ি থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. শফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান , অজ্ঞাতনামা দুর্বৃত্তদের গুলিতে দুইজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। তবে কে বা কাহারা এ কর্মকান্ড ঘটিয়েছে সেই সন্ত্রাসী গোষ্ঠীর পরিচয় নিশ্চিত করে জানাতে পারেননি।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!