কুড়িগ্রামের উলিপুরে টাকা আত্মসাতের মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফুলবাবু মিয়া (৫০) কে আটক করেছে পুলিশ।
আটককৃত সাবেক ইউপি সদস্য উপজেলার দূর্গাপুর ইউনিয়নের যমুনা বকসী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ও ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
শনিবার (২ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে সংগীয় ফোর্স অভিযান চালিয়ে দূর্গাপুর ইউনিয়নের ঝেল্লারাম বাজার থেকে ফুলবাবু মিয়াকে গ্রেফতার করা হয়।
ফুলবাবু মিয়ার বিরুদ্ধে এনআই অ্যাক্টের একটি মামলায় ১ বছরের সাজা এবং ১৪ লক্ষ টাকার অর্থদন্ডের রায় রয়েছে। তিনি দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন। গ্রেফতারি পরোয়ানামূলে তাকে গ্রেফতার করা হয়েছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :