ফরিদপুরের ভাঙ্গায় ১`শ ৫০ বোতল ফেনসিডিল সহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তারদের শনিবার (২ ডিসেম্বর) দুপুরে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার শান্তিনগর এলাকার মো. ইদ্রিস আলীর ছেলে মো. রয়েল মিয়া ওরফে রুহেল মিয়া (২৮) ও একই জেলার জীবন নগর উপজেলার শিংনগর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম শিবলু (৩৫)।
এর আগে শুক্রবার (১ ডিসেম্বর) রাত ৯ টার দিকে ফরিদপুরের ভাঙ্গার পুখুরিয়া এলাকা থেকে ফেনসিডিল সহ ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
ওই দুই যুবককে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কোতয়ালী জোন) শেখ মো. নাসির উদ্দীন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় এসআই হাফিজুর রহমান বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের শেষে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :