AB Bank
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চোঁখে মরিচের গুঁড়ো মেরে সাড়ে ১৪ লাখ টাকা ছিনতাই ;  আটক ১


Ekushey Sangbad
মো. আলাউদ্দীন, হাটহাজারী, চট্টগ্রাম
০৭:২১ পিএম, ৩০ নভেম্বর, ২০২৩
চোঁখে মরিচের গুঁড়ো মেরে সাড়ে ১৪ লাখ টাকা ছিনতাই ;  আটক ১

হাটহাজারীতে চোঁখে মরিচের গুঁড়ো মেরে দিয়ে সাড়ে ১৪ লাখ টাকা ছিনতাই করে পালানোর সময় এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ফতেয়াবাদ রেজিস্ট্রি অফিস সংলগ্ন শাহজালাল স্কুলের সামনে চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কের উপর এ ঘটনা ঘটে। 

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ব্যাংক সূত্রে জানা যায়, এনআরবি ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের এক কর্মকর্তা একজন সিকিউরিটি গার্ডসহ স্কুটি চালিয়ে প্রতিদিনের ন্যায় টাকা সংগ্রহ করে ১৪ লাখ ৫৩ হাজার টাকা চৌধুরীহাট জনতা ব্যাংকে জমা করতে যাচ্ছিলেন। এসময় ৪/৫ জন যুবক মাস্ক পরে আমাদের চোঁখে মরিচের গুঁড়ো মেরে দিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার সময় চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে একজনকে আটক করে এবং টাকার ব্যাগ নিয়ে বাকী ৩ যুবক সিএনজি চালিত অটোরিকশা যোগে পালিয়ে যায়। এক ছিনতাইকারীকে আটক করা কয়েকজন যুবকের সাথে কথা বলে জানা যায়, বিকাল আনুমানিক সাড়ে তিনটার দিকে রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময়  হঠাৎ কয়েকজন যুবক দৌঁড়ে সিএনজি চালিত অটোরিকশাতে উঠার চেস্টা করছিলো এসময় একজনকে কি হয়েছে,কি সমস্যা জানতে চাইলে সে পুলিশ আসছে বলে পালানোর চেস্টা করাতে আমরা তাকে আটক করি। 

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান দৈনিক আজাদী কে জানান, আমরা ঘটনাস্থলে এসেছি, তদন্তের স্বার্থে আপাতত আটককৃতের পরিচয় প্রকাশ করছি না। পরে বিস্তারিত জানানো হবে।

একুশে সংবাদ/এস কে 

Link copied!