আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের আজ বৃহস্পতিবার শেষ দিনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে জাতীয় সংসদ সদস্য পদে মোট ৩ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
উল্লাপাড়ার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোঃ উজ্জল হোসেনের কাছে মনোনয়ন পত্র দাখিল
করেছেন। প্রার্থী তিন জন হলেন আওয়ামী লীগের শফিকুল ইসলাম , জাতীয় পার্টির হিলটন প্রামানিক ও জাসদ(ইনু) এর মোস্তফা কামাল বকুল।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাসুদ রানা গণমাধ্যম কর্মীদেরকে জানান প্রার্থীগণ নির্বাচনী আচরণ বিধি মেনে উল্লাপাড়ার সহকারী রির্টানিং অফিসারের কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন। সিরাজগঞ্জ -৪ ( উল্লাপাড়া ) আসনে পাচ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করলেও এদের মধ্যে তিনজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
একুশে সংবাদ/স.স.প্র/জাহা
আপনার মতামত লিখুন :