AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নান্দাইলে স্বতন্ত্র প্রার্থী এমপি তুহিনের মনোনয়নপত্র দাখিল


Ekushey Sangbad
নান্দাইল উপজেলা প্রতিনিধি, ময়মনসিংহ
০৮:১৯ পিএম, ২৯ নভেম্বর, ২০২৩

নান্দাইলে স্বতন্ত্র প্রার্থী এমপি তুহিনের মনোনয়নপত্র দাখিল

নান্দাইল উপজেলা প্রতিনিধি,ময়মনসিংহ  আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছেন সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।

বুধবার (২৯ নভেম্বর) আনোয়ারুল আবেদীন খান তুহিনের পক্ষে মনোনয়নপত্র জমা দেন উপজেলা চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু,মহিলা ভাইস চেয়ারম্যান মানোয়ারা জুয়েল, পৌরমেয়র মো. রফিক উদ্দিন ভুইয়া, জেলা পরিষদ সদস্য আবুবক্কর সিদ্দিক বাহার, ১০ ইউপি চেয়ারম্যান, উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আসন্ন নির্বাচনে নৌকার মনোনয়ন না পাওয়ায় দলীয় নেতাকর্মীদের অনুরোধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এমপি তুহিন। গত সোমবার ঢাকা থেকে নান্দাইল এলে রাত ৯টার দিকে তুহিনের নিজ বাসভবনে নেতাকর্মীদের ঢল নামে।

এসময় নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়েন।কাঁদেন এমপি নিজেও। এমপি তুহিন ২০১৪ ও ২০১৮ সনে নৌকা প্রতীক নিয়ে  এমপি নির্বাচিত হন। কিন্ত এবার উপজেলা আ.লীগের সভাপতি সাবেক দুইবারের নির্বাচিত এমপি মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম নৌকার মনোনয়ন পান। 

এমপি আনোয়ারুল আবেদিন খান বলেন, বিগত ১০ বছরে নান্দাইলে সর্বত্র ব্যাপক উন্নয়ন করেছি। উন্নয়নে বদলে দিয়েছি নান্দাইলকে। আমার সমর্থিত জনপ্রতিনিধি ও সাধারণ জনতার অনুরোধ উপেক্ষা করতে না পেরে শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছি।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!