আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ -৯ নান্দাইল আসনের বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।
সোমবার (২৭নভেম্বর) রাতে নান্দাইলে নিজ বাসায় এক কর্মিসভায় আবেগঘন পরিবেশে তিনি নির্বাচন করার এ ঘোষনা দেন।
এর আগে ময়মনসিংহ -৯ নান্দাইল আসন থেকে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছিলেন এমপি তুহিন। তবে দল থেকে মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি।
এমপি তুহিন তার বক্তব্যে বলেন,মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাস করে আসতে পারবেন না। প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় ডামি প্রার্থী রাখতে হবে। এক্ষেত্রে আমি দলীয় মনোনয়ন না পেলেও নান্দাইল আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করব।
তিনি বলেন,নির্বাচনটা যেন অংশগ্রহণমূলক হয়,তাতে জোর দেওয়া হয়েছে। সেটা নিশ্চিত করতে বলা হয়েছে সবাইকে। তাই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো।
জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন,বিগত ১০ বছর আমি নান্দাইলের সর্বত্র ব্যাপক উন্নয়ন করেছি।জনগণের স্বার্থে উন্নয়নের ধারাবাহিকতায় আবারো জনগণ আমাকে নির্বাচিত করবেন বলে আমি আশাবাদী। এজন্য আপনাদের সহযোগীতা চাই।
উল্লেখ্য,এ আসনে ২০১৪ সনে ১০ম ও ২০১৮ সনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরপর দুইবার নৌকা প্রতীকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আনোয়ারুল আবেদীন খান তুহিন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :