আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ- ৯ নান্দাইল আসনে নৌকা প্রতীকে পেয়েছেন নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক দুই বারের সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) আবদুস সালাম।
এ খবর আসার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন আবদুস সালাম। মিছিলে মিছিলে মুখরিত হচ্ছে নান্দাইলের জনপদ।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়নের এ তালিকা ঘোষণা করেছেন।
বর্তমানে নান্দাইল আসনের বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।সেই স্থানে মেজর জেনারেল (অব:) আবদুস সালামকে মনোনয়ন দেওয়া হয়েছে।
মেজর জেনারেল আব্দুস সালাম ১৯৯৬ সালে ৭ম জাতীয় সংসদ নির্বাচন এবং ২০০৮ সালে ৯ম জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রাপ্ত হয়ে বিপুল ভোটে নির্বাচিত হন।
১০ম জাতীয় সংসদ নির্বাচনে ঋণ খেলাপীর দায়ে আবদুস সালামের নৌকার মনোনয়নপত্র বাতিল হয়। এতে ময়মনসিংহ জেলা সংরক্ষিত আসনের সাবেক মহিলা এমপি জাহানারা খানমের পুত্র আনোয়ারুল আবেদীন খান তুহিন (২০১৪ সনে ১০ম ও ২০১৮ সনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে) নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন এবং বিনা প্রতিদ্বন্ধিতায় সংসদ সদস্য নির্বাচিত হন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :