দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে সকল জল্পনা কল্পনার অবসান ঘটল। পুনরায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। মনোনয়নের খবরে দুই উপজেলায় বর্তমান এমপি সিদ্দিকুর রহমানের কর্মী সমর্থকরা বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছেন।
অপরদিকে মনোনয়ন না পেয়ে গুরুদাসপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম বিদ্রোহী প্রার্থীতার ঘোষণা দিয়েছেন। তিনি দুঃখ ভারাক্রান্ত মনে বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে আটবার মনোনয়ন চেয়েও নৌকা প্রতীক পাননি। তাই তিনি প্রার্থীতা ঘোষণা করেছেন। তাঁর অনেক জনসমর্থন রয়েছে এবং বিপুল ভোটে বিজয়ী হবেন বলে মনে করেন প্রবীণ এই নেতা।
এদিকে দলীয় মনোনয়ন উত্তোলনকারী ১৫ জন প্রার্থীর মধ্যে সবাই দলীয় প্রার্থীর নৌকা প্রতিকের পক্ষে ভোট করবেন বলে বিভিন্নভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট এই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুসের মৃত্যু বরণ করেন। এরপরে গত ১১ অক্টোবর এ আসনে উপ- নির্বাচনের কথা থাকলেও বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন দিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হয়েছিলেন।
একুশে সংবাদ/জ.প.প্র/জাহা
আপনার মতামত লিখুন :