সাতক্ষীরা জেলা পুলিশ লাইনে সদ্য যোগদানকারী একজন উপ-পরিদর্শক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
আজ বৃহস্পতিবার ২৩ নবেম্বর সকালে পুলিশ লাইনের ব্যারাকের দো-তালায় এটি ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
আত্মহননকারী পুলিশের উপপরিদর্শকের নাম মো. আজাহার আলী। তিনি যশোরের রাজারহাট এলাকার বাসিন্দা। গত ১৪ নভেম্বর নড়াইল জেলা থেকে বদলি হয়ে তিনি সাতক্ষীরা পুলিশ লাইনে যোগদান করেন।
সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান গনমাধ্যমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সাতক্ষীরা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক (ডিআইও-১) ইয়াছিন আলম চৌধুরী গনমাধ্যমকে বলেন, সম্প্রতি তিনি সাতক্ষীরায় যোগদান করেছেন। এর আগে তিনি সাতক্ষীরাতে চাকুরি করেছেন। তবে কি কারনে আত্মহত্যা করেছেন সেটি নিশ্চিত করতে পারেননি।, ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/সা.শু/না.স
আপনার মতামত লিখুন :