কুষ্টিয়ার মিরপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে এ এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক ডাঃ ফেরদৌসী।
এতে বিশেষ অতিথি ছিলেন মেডিকেল অফিসার ডাঃ মুন মুন নেছা, ধুবইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুর রহমান মামুন, বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মন্টু,বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সাইদুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুল ইসলাম নান্নু, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেজওয়ান আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউর রহমান জিয়া।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :