ময়মনসিংহের নান্দাইলে একটি কাঁচা সড়ক ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবুও ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারী।
উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরকোরভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চরভেলামারী ঈদগাহ মাঠ পর্যন্ত ২ কিলোমিটার সড়ক এটি।বিদ্যালয়ের পাশেই সড়কটিতে এই বিশাল গর্তের সৃষ্টি হয়েছে।
এ কারণে সড়কটিতে পথচারী ও যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।৫ থেকে ৭ টি গ্রামের কয়েক হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। তাদের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতে পারছেননা।তাছাড়া প্রায়ই দূর্ঘটনার কবলে পড়তে হচ্ছে পথচারী,যানবাহন ও বিদ্যালয়ের ছোট শিশুদের।
বুধবার (২২ নভেম্বর) সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, চরকোমরভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের সড়কটি ভেঙে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে।দেখে মনে হয় এটি বিশাল কোন কুপ। আর এই সড়কটি ভেঙে মিশে গেছে পাশের একটি পুকুরে।বিশাল আকৃতির একটি রেইনট্রি গাছ উপুর হয়ে পড়ে আছে গর্তের উপর।
চরকোমরভাঙা গ্রামের আতিকুল ইসলাম, নাজিম উদ্দিন শিকদার,জালাল উদ্দিন, শামছ উদ্দিনসহ অনেকেই বলেন,দীর্ঘদিন ধরে সড়কটি ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে।কিন্তু মেরামত করা হচ্ছেনা। এতে চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে আমাদের।
মাইক্রোবাস চালক দুলাল মিয়া,সিএনজি চালক আঃ সাত্তার বলেন,সড়কটি ভেঙে বড় গর্তের সৃষ্টি হওয়ায় আমরা গাড়ি নিয়ে চলতে পারছিনা। ঝুঁকি নিয়ে চলছে পথচারী। তাই সড়কটি দ্রুত মেরামতের দাবী জানান তারা।
চরকোমরভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শামিম বলেন,দীর্ঘদিন ধরে সড়কে এ ভাঙনের সৃষ্টি হয়েছে।এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শিক্ষার্থী,পথচারী ও যানবাহন চলাচলে চরম অসুবিধার সৃষ্টি হচ্ছে।তাই দ্রুত সড়কটি মেরামতের দাবী জানাচ্ছি।
স্থানীয় ১৩ নং চরবেতাগৈর ইউপি চেয়ারম্যান মো.ফরিদ উদ্দিন বলেন, অতিবৃষ্টির কারনে সড়কটি ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে।আমি সড়কের ভাঙ্গনটি দেখেছি। দ্রুত সড়কটি মেরামতের ব্যবস্থা করা হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :