ময়মনসিংহের নান্দাইলে মোটর পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো.খোকন সরকার (৫০) নামে এক মৎস্য খামারির মৃত্যু হয়েছে।
সোমবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের মিশ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খোকন একই গ্রামের মৃত মিয়া মুনসুর আহমেদের ছেলে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, খোকন একজন মৎস্য খামারি।তিনি আজ দুপুরে নিজের খামারে সেচ দিতে যান। এসময় মোটর পাম্পের সুইচ দিতে গেলে খোলা তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন খোকন। এতে তিনি মাথায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
একুশে সংবাদ/আ.হ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :