নেত্রকোনার কেন্দুয়ায় অটোচালককে সেভেন আপের সাথে কৌশলে চেতনানাশক খাইয়ে অটোরিকশা চুরি করতে গিয়ে সোহাগ মিয়া (২০), এনামুল (২০) ও রামিম (২০) নামে তিন চোর জনতার হাতে ধরা খেয়েছে।
ধৃত সোহাগ মিয়া আঠারোবাড়ি এলাকায় সুইটা গ্রামের করিম মিয়ার ছেলে, এনামুল আঠারো বাড়ি এলাকার বিজয়পুর গ্রামের মৃত মিজামুলের ছেলে এবং রামিম মিয়া আঠারো বাড়ি এলাকার সুইটা গ্রামের গোলাপ মিয়ার ছেলে।তিনজনই ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা।
অপরদিকে অটোরিকশা চালক মোখারিম (২২) কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা গ্রামের ফাইজুল মিয়ার ছেলে।
সোমবার (২০ নভেম্বর) দুপুর তিনটার দিকে কেন্দুয়ার আদমপুর এলাকায় ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলা থেকে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় আসার জন্য তিন ব্যক্তি অটোরিকশা ভাড়া করেন। যাত্রাপথে অটোরিকশা চালককে সেভেন আপের সাথে কৌশলে চেতনানাশক খাইয়ে তাকে অচেতন করে অটোরিকশা চালিয়ে আসে ঐ তিন ব্যক্তি। এর মধ্যে কেন্দুয়ার আদমপুর অতিক্রম করে যাওয়ার পর চালকের কিছুটা জ্ঞান ফিরলে সে চেচামেচি শুরু করলে এলাকার লোকজন তিন অটোরিকশা চোরকে আটক করে কেন্দুয়া থানায় খবর দিলে পুলিশ এসে তাদেরকে থানা হেফাজতে নিয়ে যায়।
কেন্দুয়া থানার এসআই ইমরান হোসেন তিনঅটোরিকশা চোর আটকের ঘটনা নিশ্চিত করে বলেন যেহেতু অটোরিকশা মালিকের বাড়ি তাড়াইল থানায় এবংতাড়াইল থেকে অটোরিকশা ভাড়া করে এনেছে তাই সেখানেই মামলা হবে।আমরা এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
একুশে সংবাদ/আ.গ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :