AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নান্দাইলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা


Ekushey Sangbad
নান্দাইল উপজেলা প্রতিনিধি, ময়মনসিংহ
০৫:৫৮ পিএম, ১৮ নভেম্বর, ২০২৩

নান্দাইলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

ময়মনসিংহের নান্দাইলে মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় চক্ষু শিবিরে বিনামূল্যে ৬০০ মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর )রাহিমা খাতুন জেনারেল হসপিটালে ডাঃ কে জামান বিএনএসবি চক্ষু হসপিটালের সহযোগীতায় সকাল ৯ টা থেকে দুপুর ২টা এপর্যন্ত স্থানীয় ৬ শতাধিক মানুষের চক্ষু পরীক্ষা করা হয়।

সকালে এই চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা মাওলানা আফতাব উদ্দিন।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ জুনাইদ।

মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় চক্ষু শিবিরে বিনামূল্যে ৬০০ মানুষকে চিকিৎসা।

ময়মনসিংহের ডাঃ কে জামান বিএনএসবি চক্ষু হসপিটালের চিকিৎসক সাদমান ইসরাক ভুইয়ার নেতৃত্বে ৯ সদস্যের মেডিকেল টিম এ চিকিৎসা সেবা দেন।

এই চক্ষু ক্যাম্পে অংশ নেওয়া সব রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র, ওষুধ, চশমা বিতরণ করা হয়। এতে ২শতাধিক রোগীকে চশমা প্রদান করা হয়।৭০ জন রোগীর চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়।

আগামী জানুয়ারি মাসে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা রোগীদের পর্যায়ক্রমে চোখের ছানি অপারেশন করা হবে।  

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মো.ওয়ালিউল্লাহ, কোষাধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, পরিচালক মাওলানা শফিকুল ইসলাম, রাহিমা খাতুন জেনারেল হসপিটালের পরিচালক মাওলানা তারিক জামিল।

 

একুশে সংবাদ/বিএইচ

 

 

Shwapno
Link copied!