আওয়ামীলীগের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়ন বিএনপির ২৬ নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে সান্দিকোনা ইউনিয়নের সান্দিকোনা ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে ফুলের মালা দিয়ে ও মিষ্টি মুখ করিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের দলে বরণ করে নেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভুঞা, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম।
উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামের বিএনপি নেতা মোসলেম উদ্দিনের নের্তৃত্বে ২৬ জন নেতাকর্মী বাংলাদেশ আওয়ামীলীগে যোগদান করেন।
অনুষ্ঠানে আওয়ামী লীগে যোগদানকারীরা বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের পক্ষে এবং বিএনপির জ্বালাও-পোড়াও কর্মসূচির বিরোধিতা করে আমরা আওয়ামী লীগে যোগদান করেছি। এছাড়াও বিএনপিতে দীর্ঘদিন ধরেই কোনো শৃঙ্খলা নেই। নেতৃত্ব নিয়েও চলছে নানা রকম সংকট। ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মূল্যায়নও করা হয় না। তাই বাধ্য হয়েই আওয়ামী লীগে যোগদান করেছি।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাজল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বদরুজ্জামান নয়ন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা এবং যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভুঞা বলেন ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এই বিএনপি নেতাকর্মীগণ আওয়ামী লীগে যোগ দিয়েছেন। আমরা তাদেরকে ফুল দিয়ে বরণ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন দেখে অভিভূত সব দলের নেতাকর্মীরাই। দেশের উন্নয়ন দেখেই মানুষ দলে দলে আওয়ামী লীগে যোগদান করছে। তারা বিএনপির ধ্বংসাত্মক রাজনীতি আর চায় না বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন।
এসময় ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :