AB Bank
ঢাকা রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নালিতাবাড়ীতে সেঁজুতি বিদ্যানিকেতনের নবান্ন উৎসব


Ekushey Sangbad
আব্দুল মোমেন, নালিতাবাড়ী, শেরপুর
০২:৫২ পিএম, ১৫ নভেম্বর, ২০২৩
নালিতাবাড়ীতে সেঁজুতি বিদ্যানিকেতনের নবান্ন উৎসব

শেরপুর নালিতাবাড়ীতে সেঁজুতি বিদ্যানিকেতনের আয়োজনে নানা সাজে অনুষ্ঠিত হয়েছে বাঙালির প্রাণের নবান্ন উৎসব।

বুধবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় নবান্নকে স্বাগত জানিয়ে শহরের সেঁজুতি অঙ্গন  থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।পরে মাটির উনুনে রাখা পাতিলের ঢাকনা উঠিয়ে নবান্ন উৎসবের অনুষ্ঠানের শুভারম্ভ করেন সরকার গোলাম ফারুক।

নবান্নালোচনায় বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন জয়জিৎ দত্ত শ্যামল, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক স্বপ্না চক্রবর্তী, কৃষক ইসমাইল সিরাজী, সাংবাদিক শাহাদত তালুকদার প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাব, নালিতাবাড়ীর সভাপতি মান্নান সোহেল,  সম্পাদক মনিরুল ইসলাম, শিক্ষক মাহমুদুল আহসান লিটন প্রমূখ। 

অনুষ্ঠানে বক্তাগণ বরেন, গ্রাম-বাংলা থেকে হারিয়ে যাচ্ছে বাঙালির হাজার বছরের প্রাচীনতম উৎসব নবান্ন। নবান্ন উৎসব হলো অসাম্প্রদায়িক উৎসব। অগ্রহায়ণ মাসে কৃষকের নতুন বার্তা নিয়ে আমন ধানের আগমন, 

এ উৎসব বাঙালি জাতিকে ঐক্য, ভ্রাতৃত্ব ও আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করে। সেঁজুতি আয়োজনের মধ্য দিয়ে আলো ছড়িয়ে পড়ুক সবখানে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রিন্সিপাল মুনীরুজ্জামান।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!