জয়পুরহাটের কালাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষা ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪ হাজার ২৬০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব সার ও বীজ বিতরণ করা হয়।
পরে কৃষকদের নিয়ে উপজেলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি।
এ সময় বক্তব্য দেন কালাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুণ চন্দ্র রায়, মুক্তিযোদ্ধা বাবু মুনিশ চৌধুরী, কৃষি সম্প্রসারণ অফিসার মেহেদী হাসান ও আবিদ আবদুল্লাহ প্রমূখ।
এ সময় ৩ হাজার ২ শত কৃষককে এক বিঘা সরিষা জমির জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ এমওপি সার প্রদান করা হয়।
কৃষিবিদ অরুণ চন্দ্র রায় বলেন, কৃষকদের শীতকালীন আবাদ বৃদ্ধির জন্য এসব প্রণোদনা বিতরণ করা হচ্ছে। পরবর্তীতে এটা অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/বিএইচ