পাবনার ভাঙ্গুড়ায় চিনির সঙ্গে কেমিক্যাল মিশিয়ে ভেজাল মধু তৈরি করার অপরাধে আপন দুই ভাইকে আটক করেছে থানা-পুলিশ। এসময় সেখান থেকে ভেজাল মধু, চিনি, ক্ষতিকারক কেমিক্যাল ও তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের বড় পুকুরিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মোঃ আব্দুর রাজ্জাক ইরান (৩৪) ও রমজান আলী ( ৩০)। তারা ওই গ্রামের জামাল উদ্দিন সরদারের ছেলে।
ভাঙ্গুড়া থানা-পুলিশ সূত্রে জানা যায়, চিনির সঙ্গে ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে দীর্ঘদিন ধরে ভেজাল মধু তৈরি করে আসছিলেন আব্দুর রাজ্জাক ও রমজান আলী। এসব ভেজাল মধু দেশের বিভিন্ন জেলায় তারা বাজারজাত করে আসছিলেন।
মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানা-পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। এসময় সেখান থেকে ভেজাল মধু, চিনি, ক্ষতিকারক কেমিক্যাল ও তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলহাজ্ব রাশিদুল ইসলাম একুশে সংবাদ. কমকে বলেন, তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের শেষে আগামীকাল বুধবার সকালে তাদের দুজনেক জেলহাজতে প্রেরণ করা হবে।
একুশে সংবাদ/স.হ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :