গাইবান্ধার গোবিন্দগঞ্জে-জামাতের ৪৮ ঘন্টা ডাকা অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল থেকে উপজেলার সকল সড়ক ও মহাসড়কে দলের নেতা কর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে শহরের চৌমাথা মোড়ে এ অবস্থান অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু, এমপির সমন্বয়কারী আব্দুল্যাহ আল হাসান চৌধুরী লিটন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন জনগণের অর্থনৈতিক মুক্তি এবং উন্নত সমৃদ্ধশালী দেশ গঠনে পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ঠিক সেই মুহূর্তে একাত্তরের পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জনগণকে সাথে নিয়ে তাদের এই নেতিবাচক কর্মকাণ্ডের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :