AB Bank
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পানগুছিতে ইলিশ ধরতে প্রস্তুত মোরেলগঞ্জের জেলেরা


Ekushey Sangbad
ফাহাদ হোসেন, মোরেলগঞ্জ, বাগেরহাট
০৪:৪২ পিএম, ২ নভেম্বর, ২০২৩
পানগুছিতে ইলিশ ধরতে প্রস্তুত মোরেলগঞ্জের জেলেরা

মা ইলিশের বাধাহীন প্রজননের জন্য সব প্রকার মৎস্য আহরণে ১১ অক্টোবর থেকে শুরু হওয়া ২২ দিনের নিষেধাজ্ঞা উঠতে বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। 

বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত ১২টার পর থেকেই দেশের সব নদ-নদী ও সাগরে আবার শুরু হবে ইলিশসহ সব ধরনের মাছ ধরার মহোৎসব। সেই লক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্য আড়ত ও ইলিশ জেলেপল্লীতে চলছে জোর প্রস্তুতি। ইলিশের জেলেরা দীর্ঘদিন অবসর সময় কাটিয়ে পানগুছি নদীতে  যাওয়ার উদ্দেশে তাদের নিজ নিজ নৌকা ও ট্রলার মেরামত করছে। পানগুছি নদীর ইলিশ  মাছের ব্যাপক চাহিদা রয়েছে। উপজেলার, খাওলিয়া, পঞ্চকরন, হোগলাবুনিয়া, বহরবুনিয়া, পুটিখালী ইউনিয়নের জেলে পল্লীতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলেরা। 

নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে নৌকা তৈরি, নৌকা মেরামত, জাল মেরামতসহ বিভিন্ন আনুষঙ্গিক কাজ শেষ করেছেন মোরেলগঞ্জের ইলিশের জেলেরা।

নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসন,উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড সদস্যরা নিয়মিত পানগুছি নদীতে অভিযান পরিচালনা করেছেন।ইলিশসহ মাছ ধরায় নিষেধাজ্ঞা চলাকালে মোরেলগঞ্জের ৩ হাজারের অধিক  জেলেকে সরকারের পক্ষ থেকে  জেলে প্রতি ২৫ কেজি  করে চাল বরাদ্দ দেয়া হয়েছে।

মোরেলগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় বলেন, জাতীয় সম্পদ ইলিশ, মা ইলিশ রক্ষা করাই আমাদের সফলতা। নিষেধাজ্ঞা সময়ে নির্বিঘ্নে বাধাহীনভাবে মা ইলিশ ডিম ছাড়তে পারে এ ব্যাপারে আমরা  সর্বাত্মক চেষ্টা করেছি। জেলেদের সচেতন করতে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণসহ নিয়মিত অভি্যান পরিচালনা করেছি। লক্ষ্যমাত্রার চেয়ে এবারে প্রজনন উৎপাদন বেশি হবে বলে আশা করি। 

বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে জেলারা নদীতে নির্বিঘ্নে মাছ শিকার করতে পারবে।
 

 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!