৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডার পদে ১ হাজার ৬৯০ জন প্রার্থীকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনীত করা হয়েছে। সোমবার (৩০ জুন) রাত সাড়ে ১১টায় কমিশনের জনসংযোগ শাখা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২১ সালে অনুষ্ঠিত এই বিসিএসের আওতায় মোট ১ হাজার ৭১০টি শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। তবে কারিগরি ও পেশাগত ক্যাডারের ২০টি পদের ক্ষেত্রে যোগ্য প্রার্থী না পাওয়ায় এসব পদে কাউকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি।
পিএসসি জানিয়েছে, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও অনেক প্রার্থীকে ক্যাডারে মনোনয়ন দেওয়া যায়নি। এ ধরনের প্রার্থীদের ক্ষেত্রে নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সরকার থেকে চাহিদা পাওয়া সাপেক্ষে মেধাক্রম অনুযায়ী পরবর্তীতে সুপারিশ করা হতে পারে।
মনোনীত প্রার্থীদের বিস্তারিত তালিকা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য পিএসসির নিজস্ব ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটকের নির্ধারিত পোর্টালে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে