সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বৃহস্পতিবার দুপুরে পাওয়ার টিলার অপারেটেভ সীডার ( পিটিওএস) মেশিনে সরিষা ফসলের বীজ বপন উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাঙ্গালা ইউনিয়নের বিনায়েকপুর মাঠে কৃষক মতিয়ার রহমান নিজ জমিতে বেশী হারে ফলনশীল সরিষা বীজ এ মেশিনে বপন করেন। তিনি নিজের পাচ বিঘা জমিতে এ মেশিনে সরিষা বীজ বুনবেন বলে জানান।
বীজ বপন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সূমী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাবুদ্দীন আহমেদ।
উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সূমী বলেন উপজেলার দুজন কৃষককে কৃষি বিভাগ থেকে বিনামূল্যে দুটি পাওয়ার টিলার অপারেটেভ সীডার ( পিটিওএস) মেশিন দেওয়া হয়েছে।
কৃষক দুজন হলেন বিনায়েকপুর গ্রামের মতিয়ার রহমান ও পূর্ণিমাগাতীর আবু হাশেম মাসুদ। তিনি আরো বলেন এ মেশিনে সরিষা বীজ সারি করে ও সঠিক পরিমাণ মতো বীজ বোনা যায়। কৃষিতে আধুনিক প্রযুক্তির এ পদ্ধতি কৃষি ও কৃষকে আরো এগিয়ে নেবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :