পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি জামায়াতের ডাকা অবরোধের বিরুদ্ধে মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বুধবার (১ নভেম্বর) সকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম বিপ্লবের স্লোগানে নেতাকর্মীরা বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের বিরুদ্ধে
এ মিছিল করেন।
ভাঙ্গুড় উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম বিপ্লব বলেন, বিএনপি নাশকতার নামে নির্বাচন বানচাল করতে চায়। জনগণের জানমালের ক্ষতি করতে চায়। তারা দেশকে একটি অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চায়। আমরা তাদের এই সহিংসতার বিরুদ্ধে, জনগণের জানমাল রক্ষায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। সতর্ক পাহারায় আছি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাঙ্গুড়া পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম হাসনাইন রাসেল একুশে সংবাদ. কমকে জানান, অবরোধের নামে সড়কে কোনো নাশকতা নৈরাজ্য বিএনপি-জামায়াতকে করতে দেওয়া হবে না। নাশকতা রোধে আমাদের এই অবস্থান ও মিছিল। আমরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের মোকাবিলা করব।
একুশে সংবাদ/বিএইচ