জয়পুরহাটে নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের ৪৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের সদস্যরা। এর মধ্যে ৪১ জন বিএনপি, ০৫ জন জামায়াতের নেতা-কর্মী বলে জানা গেছে।
রোববার জেলা পুলিশের বিশেষ শাখার পুলিশ পরিদর্শক (ডিআইও-১ ডিএসবি) কাওসার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুত্র জানায়, জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি-জামায়াতের ৪৬ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিএনপির ৪১ জন, জামায়াতের ৫ জন নেতা-কর্মী রয়েছে। এদের জয়পুরহাট থানার ২৫ জন, কালাই থানার ৩ জন, পাঁচবিবি থানার ৬ জন, ক্ষেতলাল থানার ৫ জন, আক্কেলপুর থানার ৭ জন নেতা-কর্মী রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিএনপি-জামায়াতের ডাকা হরতালে শহরের অধিকাংশ দোকানপাট খোলা রয়েছে। তবে দূরপাল্লাসহ আন্ত:জেলায় বাস চলাচল বন্ধ থাকলে শহরের প্রধান সড়কগুলো ইজিবাইক, সিএনজি ও মালবাহী ট্রাক চলাচল করেছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। জামায়াত-বিএনপির নেতা-কর্মীদের কাউকে মাঠে দেখা যায়নি। তবে দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
এ ব্যাপারে পুলিশ পরিদর্শক (ডিআইও-১ ডিএসবি) কাওসার আলী বলেন, নাশকতার অভিযোগে গত ২৪ ঘন্টায় বিএনপি ও জামায়াতের ৪৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :