নেত্রকোনার মদনে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) দিবসটি উপলক্ষে জাঁকজমকভাবে উপজেলা পরিষদ মুক্তমঞ্চে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল ও মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজ, জাহাঙ্গীরপুর সরকারি টি আমীন পাইলট উচ্চ বিদ্যালয়, শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়, সহ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
উপজেলা পাবলিক হলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউএনও মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে দিবসটি উদযাপন উপলক্ষে বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম,পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, সহকারি কমিশনার (ভূমি) মোঃ শাহানুর রহমান, খালিয়াজুরি সার্কেল রবিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার নুরুল হুদা খান, মদন থানা অফিসার ইনচার্জ তাওহীদুর রহমান, সাবেক কমান্ডার হেলাল উদ্দিন তালুকদার, মুক্তিযোদ্ধা আব্দুর রহিম,একাডেমিক সুপারভাইজার উম্মে সালমা, জেলা পরিষদ সদস্য মনোয়ার হোসেন টিটু, সহ ইউপি চেয়ারম্যানগণ।
একুশে সংবাদ/বিএইচ/এসআর
আপনার মতামত লিখুন :