গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রতিপক্ষের হামলার শিকার হয়ে সজীব সরদার (২২) নামে এক কলেজছাত্র হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
আহত সজীব বর্তমান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। গত ১২ অক্টোবর উপজেলার ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনাটি ঘটে।
সজীব উপজেলার ফুকরা গ্রামের স্বাধীন সরদারের ছেলে ও গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধ কলেজের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
এ ঘটনায় ওই কলেজছাত্রের চাচা নাসির সরদার বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় সজীব ফুকরা মদন মোহন একাডেমী স্কুল মাঠ থেকে পায়ে হেটে বাড়ির দিকে যাচ্ছিলেন। ফুকরা বাসস্ট্যান্ডের কাছে পাকা রাস্তায় পৌঁছালে পূর্বশত্রুতার যেরে প্রতিপক্ষ জাহাঙ্গীর শেখের নেতৃত্বে আদম আলী, আক্কাস শেখ, পদ্ম বেগমসহ ৬-৭ জন সজীবকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
একুশে সংবাদ/বিএইচ/এসআর
    
                        

                                        
                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
