নেত্রকোনা জেলার কেন্দুয়ার সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের PBGSI স্কিমের আওতায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
রোববার (১ অক্টোবর) পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিশন (PBGSI) স্কিম এর আওতায় ব্যবস্থাপনা জবাবদিহি অনুদানের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সহায়তা (প্রণোদনা) অর্থ বিতরণ করা হয়।
বিশেষ সুবিধা বঞ্চিত শিক্ষার্থী ২ (দুই) জনকে ২৫০০০/ (পঁচিশ হাজার) টাকা করে মোট ৫০০০০/ (পঞ্চাশ হাজার) টাকা এবং অনাথ, অসহায়, অতি দরিদ্র শিক্ষার্থী ১৫ জন প্রত্যেককে ৫০০০/ (পাঁচ হাজার) টাকা করে মোট ৭৫০০০/ (পঁচাত্তর হাজার) টাকা বিতরণ করেন।
অনুদানের অর্থ উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুখলেছুর রহমান বাঙ্গালীসহ সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুছ ছামাদ ভূঞা, সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল আওয়াল, আবুল কালাম আজাদ, আব্দুল মতিন খান, মহসীন আলম ভূঞা প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় ছাত্রীদের অভিভাবকও উপস্থিত ছিলেন।
অনুদান প্রাপ্ত প্রমি সরকার বলে বাংলাদেশ সরকারের এটাও উন্নয়নের একটি অংশ। আমি অর্থ পেয়ে খুবই আনন্দিত। শিক্ষার উপকরণের কাজে এ অর্থ ব্যয় করব।
একুশে সংবাদ/আ.গ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :