AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডিসি অফিসের পরীক্ষায় ৭ প্রতারক আটক


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
০৪:২২ পিএম, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

ডিসি অফিসের পরীক্ষায় ৭ প্রতারক আটক

সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে (২০তম গ্রেডের) অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও প্রতারণার আশ্রয় নেয়ার অভিযোগে ৭ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। কর্মচারী নিয়োগ বাছাই কমিটির সদস্য সচিব রেভিনিউ ডেপুটি কালেক্টরেট শিমুল আক্তার বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেছেন। মামলা নং-৭০।

 

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চত করেছেন।

 

আটক ভুয়া পরীক্ষার্থীরা হলেন, সদর উপজেলার বহুলী ইউনিয়নের জাহাঙ্গীর আলমের ছেলে ফিরোজ উদ্দিন (রোল নম্বর- ৩২০০০২৯৮), তাড়াশ উপজেলার নিমগাছীর বিষমডাঙ্গা গ্রামের আবু তাহের সরকারের ছেলে লোকমান হোসেন (রোল নম্বর- ৩২০০২৯০৩), কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট গ্রামের শরিফুল ইসলামের ছেলে রাশিদুল ইসলাম সুজন (রোল নম্বর-৩২০০২৩৯৮), শাহজাদপুর উপজেলার মুরুটিয়া গ্রামের, এলাহী প্রামানিকের ছেলে আশরাফুল ইসলাম (রোল নম্বর- ৩২০০১১৬৮), উল্লাপাড়া উপজেলার বাখুয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মজিবর রহমান (রোল নম্বর- ৩২০০৪১২৫), কামারখন্দ উপজেলার চর-দোগাছি গ্রামের আব্দুস সালামের ছেলে হাবিবুল্লা বেলালী (রোল নম্বর- ৩২০০৪৬০৫) ও উল্লাপাড়া উপজেলার গোয়ালজানী পূর্বপাড়া গ্রামের হেনা মন্ডলের ছেলে এনামুল হক (রোল নম্বর- ৩২০০৪৩৩৯)।

 

মামলার সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ প্রক্রিয়ার কার্যক্রমের অংশ হিসেবে (২২ সেপ্টেম্বর) সিরাজগঞ্জের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

কর্মচারী নিয়োগ বাছাই কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর অফিস কক্ষে ৫ সদস্য বিশিষ্ট নিয়োগ কমিটি লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত ২০ তম গ্রেডের কর্মচারী নিয়োগ বাছাই কমিটি এর উপস্থিতিতে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

মৌখিক পরীক্ষা চলাকালীন সময়ে উল্লেখিত আসামিদের কাগজপত্র যাচাই বাছাইয়ে তাদের হাতের লেখার সাথে লিখিত পরীক্ষার উত্তরপত্রের হাতের লেখায় গরমিল পাওয়া যায়। যার কারনে উল্লিখিত আসামীদের বিভিন্ন কৌশলে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে, তারা অন্যদের সহযোগিতায় প্রতারনার মাধ্যমে লিখিত পরীক্ষার উত্তরপত্র লিখিয়ে নেয়। যা আসামীগণ বোর্ডে উপস্থিত সদস্যদের সামনে লিখিত স্বীকারোক্তি প্রদান করেন।

 

পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে ৭ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে যায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ভুয়া পরীক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আসামীদের আদালতে পাঠানো হয়েছে।

 

একুশে সংবাদ/ম.দ.প্র/জাহা

Shwapno
Link copied!