AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাঙ্গায় যুবকের রহস্যজনক মরদেহ উদ্ধার


Ekushey Sangbad
ভাঙ্গা উপজেলা প্রতিনিধি, ফরিদপুর
০৮:১৬ পিএম, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
ভাঙ্গায় যুবকের রহস্যজনক মরদেহ উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক যুবকের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষের খবরে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত যুবক উপজেলার ঘারুয়া ইউনিয়নের শরীফাবাদ গ্রামের মোশা ফরাজির ছেলে নাজমুল ফারাজি (২৪)। তিনি পেশায় একজন অটোচালক।

 

পুলিশ সূত্রে জানা যায়, নিহত নাজমুল ফারাজি বিয়ে করেছেন মালিগ্রাম নামক গ্রামে। তিনি দশ দিন আগে পুত্র সন্তানের জনক হয়েছেন। স্ত্রী তার শ্বশুর বাড়ি মালিগ্রামেই রয়েছেন। নাজমুল তিনিও এক সপ্তাহ ধরে শ্বশুরবাড়িতে ছিলেন। গত দুইদিন হয় সে বাড়ি ফিরছেন। বাড়িতে বাবা মুসা ফরাজি চোখ অপারেশন করে অসুস্থ অবস্থায় অন্য ঘরে শয্যাশায়ী। সম্ভবত নাজমুল তার স্ত্রীর সঙ্গে মোবাইলে ঝগড়া করে তার নিজ ঘরে দরজা বন্ধ করে ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণা করেছেন করেছেন তদন্তকারী অফিসার পুলিশের উপ-পরিদর্শক(এসআই) অপূর্ব।

 

তিনি জানান, তার গলায় ফাসের চিহ্ন রয়েছে। তবে আমরা ইউডি মামলা নিয়ে মরদেহ ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

 

এদিকে প্রতিবেশী রুমন মাতুব্বর জানান, পাশের বাড়ি আমাদের চিল্লাচিল্লি শুনে আমরা বের হয়ে মুমূর্ষ অবস্থায় নাজমুলকে ভাঙ্গা হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালের চিকিৎসক নাজমুলকে মৃত্যু ঘোষণা করেন। এর বেশি আমরা জানিনা। তবে ঝগড়াঝাঁটির বিষয়ে আমরা শুনি নাই।

 

নিহতের পরিবার ও স্ত্রীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

একুশে সংবাদ/সা.শ.প্র/জাহা   

Link copied!