পাবনার ভাঙ্গুড়ায় পুকুরের পানিতে ডুবে শিমরান নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুটি ওই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হেদায়েতুল হক পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল শিশুটি। বেশ কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে বাড়ির পাশে একটি পুকুরে শিশুটি ভাসতে থাকে।
পরে তাঁকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশু শিমরানের মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আল-আমিন হোসেন একুশে সংবাদ. কমকে বলেন, শিশু শিমরানকে হাসপাতালে আনার পূর্বেই মৃত্যু হয়েছে।
একুশে সংবাদ/স.হ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :