AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যাত্রী সেজে অটোরিক্সা ছিনতাই


Ekushey Sangbad
রামগঞ্জ উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
০৬:৪৬ পিএম, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
যাত্রী সেজে অটোরিক্সা ছিনতাই

লক্ষ্মীপুরের রামগঞ্জে যাত্রী সেজে অটোরিক্সায় উঠে চালকের চোখে মরিচের গুড়ো ছিটিয়ে ও কুপিয়ে আটোরিক্সা চিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। এসময় ছিনতাইকারীদের কাছে থাকা ধারালো অস্রের কোপে মারাক্তকভাবে আহত হয়েছেন আটোরিক্সা চালক মোঃ রিপন হোসেন। ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিপন (৪৫) নামের এক অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে।

 

এঘটনায় ৩ জন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এসময় ছিনতাই হওয়া অটোরিক্সা উদ্ধার ও হত্যার কাজে ব্যবহার করা ছুরি উদ্ধার করা হয়। রোববার গভীর রাতে পৃথক স্থান থেকে তাদের আটক করে রামগঞ্জ থানা পুলিশ।

 

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর রাত আনুমানিক ৪ টার সময় পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ আঙ্গারপাড়া রজব আলী মেম্বারের বাড়ীর সামনে রাস্তার উপর।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার দরবেশপুর দেওয়ান বাড়ির মোক্তার হোসেন দেওয়ানের ছেলে আলভী দেওয়ান হৃদয় (২৪), নোয়াখালীর চাটখিলের মধ্য সোন্দরপুর গ্রামের মৃত বাবুল হোসেনের ছেলে মো. সুজন (২৫) ও নোয়াখালীর চরজব্বর থানার পশ্চিম চরজব্বর গ্রামের আলী আজগর হোসেনের ছেলে বেলাল হোসেন (২৪)।

 

এরমধ্যে ঘাতক আলভী দেওয়ান হৃদয়কে রবিবার গভীর রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুয়ায়ী সকালে তার সহযোগী সুজনকে নোয়াখালীর সুন্দরপুর এলাকা থেকে ও বিকালে আরেক সহযোগী বেলালকে চরজব্বর থানার কাঞ্চন বাজার থেকে গ্রেপ্তার করে রামগঞ্জ থানা পুলিশ।

 

মামলা সূত্র জানায়, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর ) ভোরে রিপন রামগঞ্জ বাস স্ট্যান্ড থেকে যাত্রী হৃদয়কে নিয়ে পৌরসভার আঙ্গারপাড়া এলাকায় যায়। একপর্যায়ে হৃদয় রিকশা থেকে নেমে সামনে রিপনের সঙ্গে বসে। এসময় হৃদয় তার চোখে মরিচের গুড়া মেরে রিকশাটি ছিনতাই করে পালানোর চেষ্টা করে। এ সময় রিপন প্রতিরোধের চেষ্টার করলে হৃদয় তার সাথে থাকা ছুরি দিয়ে মোঃ রিপনের পেটে, হাতেসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বরভাবে জখম করে এবং আহত অবস্থায় ফেলে রেখে হৃদয় বাটনসেট মোবাইল, নগদ টাকা ও রিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মোঃ রিপনকে উদ্ধার করে রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরবর্তীতে নোয়াখালী মেডিকেল কলেজ এবং তাহার পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

 

এ ব্যাপারে রিপনের ছোট ভাই মোঃ স্বপন বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং-১৪ তারিখ ১৭-৯-২০২৩ইং।

 

রিকশাটি সুজনের কাছে রেখে ১ হাজার টাকা নিয়ে হৃদয় নারায়ণগঞ্জের রূপগঞ্জে চলে যায়। পরে সুজন রিকশাটি বেলালের কাছে ৩৫ হাজার টাকায় বিক্রি করে। এরমধ্যে সুজন বিকাশের মাধ্যমে হৃদয়কে ২৫ হাজার টাকা পাঠায়। ঘটনার সময় ব্যবহৃত ছুরিটি রামগঞ্জের দরবেশপুর ইউনিয়নের আলীপুর এলাকার খাল থেকে উদ্ধার করা হয়। বেলালের কাছ থেকে রিকশাটিও জব্দ করা হয়েছে। রিপন চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত ২ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

 

তিনি রামগঞ্জ পৌর শহরের কাজিরখীল এলাকার মনির উদ্দিন বেপারী বাড়ির আবদুল কাদেরের ছেলে।

 

সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, ঘটনার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করে। ভিকটিমও মারা গেছেন। ঘটনার সঙ্গে জড়িত হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার তথ্য অনুযায়ী অন্য দুইজনকেও গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদেরকে লক্ষ্মীপুর আদালতে সৌপর্দ করা হয়েছে।

 

একুশে সংবাদ/সা.হ.প্র/জাহা

Link copied!