জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা, বিশুদ্ধ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে প্রায় ৮ কোটি টাকার ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন হয়েছে। বৃহস্পতিবার সকালে সরিষাবাড়ী পৌরসভার বাস্তবায়নে উন্নয়ন প্রকল্পগুলোর ভিত্তি প্রস্তর স্থাপন করেন-পৌর মেয়র মোঃ মনির উদ্দিন।
সরিষাবাড়ী পৌরসভা সূত্রে জানা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান বাছেদ প্রকৌশলী ট্রেডার্স এ ৭টি প্রকল্প বাস্তবায়ন করছে। চুক্তি অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যে উন্নয়ন কাজগুলো সমাপ্ত করতে হবে।
ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সরিষাবাড়ী পৌরসভার মেয়র মোঃ মনির উদ্দিন উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর এবং প্যানেল মেয়র মোঃ আঃ হক তরফদার, সরিষাবাড়ী পৌর-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজু, সাবেক কাউন্সিলর শ্রী কালাচান পাল, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সাখাওয়াত আলম মুকুল, মহিলা কাউন্সিলর জেসমিন আক্তার বেবি, সরিষাবাড়ী পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন, কার্য সহকারী মোঃ শাজাহান মিয়াসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
পৌর- মেয়র মোঃ মনির উদ্দিন বলেন, সরিষাবাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ড শিমলাবাজার একটি অবহেলিত বাজার ছিল। সেটাও আজ উন্নয়নের ছোয়া পেল।তিনি আরও বলেন ব্যবসায়াীদের আন্তরিক হতে হবে, শিমলাবাজারে আরো উন্নয়ন করতে যা কিছু করা দরকার এবং যে কোন সমস্যা সমাধানের আশ্বাস দেন।প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং দেশের যে উন্নয়নের হচ্ছে তার ধারা অব্যাহত রাখতে সকল নির্বাচনে নৌকার পক্ষে থাকার জন্য সকলের প্রতি তিনি আহবান জানান।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :