শেরপুরের নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ- গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের সভাকক্ষ মেঘমালায় এসব বিতরণ করা হয়।
সুত্রে জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় উপজেলার ২৫০ জন ক্ষুদ্র নৃ গোষ্ঠী শিক্ষার্থীর মাঝে ৪ লাখ ৯২ হাজার নগদ টাকা শিক্ষাবৃত্তি হিসাবে দেওয়া হয়। এছাড়া ১০০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম, পেন্সিল, ব্যাগ, ছাতা ও জ্যামিতি বক্স দেওয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সাইফুল ইসলাম, আদিবাসী নেত্রী সুচিত্রা চিছাম ও ক্লোডিয়া নকরেক কেয়া প্রমুখ।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :